Valobashar Golpo 2021 ।। অতপর একটি ফোন কল
পর্ব - ০১
এটা পর ।।। এই বলে হাতটা প্রিয়ার দিকে এগিয়ে,,
প্রিয় অসুখ,
হ্যাঁ, তুমি আমার প্রিয় অসুখ। ভালোবাসার অসুখ। অনেক বার বলতে চেষ্টা করেছি তোমাকে ভালবাসি কিন্তু পারিনাই । আসলে বলার সাহস করতে পারি নাই । অনেক দিন ধরেই তোমাকে পছন্দ করি । পছন্দ করতে করতে কিভাবে ভালোবেসে ফেলেছি জানি না। হঠাৎ করেই তুমি বদলে গেলে । তাই মনের কথাটা আর চেপে রাখতে পারিনি । আজকে বলেই দিব ভেবেছি । কারণ আজকে যদি বলতে না পারি।
তাহলে আর কোনোদিন বলতে পারবো না। এই সুযোগটা আর আসবে না ।
আমি তোমাকে ভালোবাসি প্রিয়া।
প্রিয়া: মানুষ তো কাগজে লিখে প্রেমপত্র দেয় । আর তুমি মোবাইলের মেসেজে তাও আবার ড্রাফটে সেভ করা।
কি করবো বলো , এখন তো আর কেউ চিঠি লিখে প্রপোজ করে না। যারা করে তারা নাকি ব্যাক ডেটেড।তাই একটু টেকনোলজি এর ব্যাবহার করলাম আরকি।মুখে বলার সাহস টা তো আর পাচ্ছিলাম না তাই মেসেজেই লিখে দিলাম।
' তুমি কি আমাকে ভালোবাসো? '
না, বাসি নাতো । আর তাছাড়া ভালোবাসার সাবজেক্টটা তো অনেক পরে আসবে। আমি যদি রাজিও হই তাও সম্ভব না। কারণ তোমার আমার ফ্যামিলি এটা কখনোই মেনে নিবে না। আত্মীয় এর মধ্যে সম্পর্ক কেউ মেনে নেয় না। তুমি আমার খালাতো ভাই। এটা কখনোই সম্ভব না।
কেনো মেনে নিবে না প্রিয়া, তুই বলতো । কারন আমাদের আত্মীয়ের সম্পর্ক তাই। আজ মানবে না কিন্তু বিয়ে করে ফেললে ঠিকই মেনে নিবে । আমি তোকে ভালোবাসি এটার কি কোনো মূল্য নেই তোর কাছে??
না নেই, তুমি জানো এটা, আমার আপুও এই একি কাজ করছে বড় ফুপার ছেলের সাথে চলে গেছে। আজও মেনে নেয়নি মা। ৬ মাস হলো আপুকে দেখি না।
আমরা দুজন মিলে খালা খালুকে বুঝিয়ে বলব। কোনো না কোনো উপায় বেরিয়ে আসবে। আর তাছাড়া নানু মারা যাওয়ার পর ছোট নানীকে নানা বিয়ে করে নিয়ে আসেন। তুই তো আমার সৎ খালাত বোন। এরকম ঘটনা অহরহ হচ্ছে।
না না ভাইয়া এটা কোনো ভাবেই হয় না। আমি তোমার প্রপোজালটা কোনো ভাবেই নিতে পারছি না। না মানে না।।।।।
প্রিয়া তোর বিয়েতো ঠিক হয়ে গেছে । তুই তাহলে অ্যারেঞ্জ মেরেজ করবি বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস । তাহলে এই পার্কটা আমাদের বিচ্ছেদের স্মৃতি হয়ে থাকবে । তুই তো এরকমি, একরোখা । যখন যেটা ভাবিস সেটাই করিস ।
আমি তোমাকে কখনো ভাল বাসি নাই । আর বসবো ও না। এটা সম্ভব নয়। আপু চলে যাওয়ার পর থেকে মাকে কখনো হাসতে দেখি নাই। আম্মুর জন্য খুব মায়া হয়। আম্মুর মুখের দিকে তাকিয়ে হলেও আমি এটা কখনোই করবো না । আমি তাদের ভালোবাসাটা রাখবো । তাই বাবা, মা যাকে ঠিক করেছে । আমি তাকেই বিয়ে করছি। তুমি ভালো থাকবে কেমন ।
এই বলে প্রিয়া হাটতে হাটতে পার্কের দরজা দিয়ে বেরিয়ে গেল, যেতে যেতে কয়েকবার হাতটা চোখের কাছে নিয়েছিল, হয়ত সে চোখে ঝাপসা দেখছে।।
মাহফুজ প্রিয়া প্রিয়া বলে ডাকবে ভাবছে। চিৎকার করে ডাকবে। কিন্তু কি যেন ভেবে কিছুই করলো না থম হয়ে দাড়িয়ে রইল ।।
Read More :তুহিন ও একজন নিপা
পর্ব - ০২
প্রিয়ার আপু চলে যাওয়ার ১ মাস আগে মানে ৭ মাস পেছনের গল্প ...
মাহফুজ ভাইয়া অনেক লাজুক একটা ছেলে। ছেলে মানুষ এত লাজুক কিভাবে হয় । অবশ্য লজ্জা পেলে তাকে অনেক কিউট লাগে । পৃথিবীতে এত ছেলে থাকতে আমার কিনা মাহফুজ ভাইকেই ভালো লাগলো ।
( প্রিয়া বেলকোনিতে বসে এগুলোই ভাবছে। দরজায় কলিং বেল বাজলো ক্রিং ক্রিং ,, )
প্রিয়া জানে কে এসেছে ,,,,
দরজা খুলে দিল প্রিয়ার মা ।
টেবিলের দুপাশে দুজন বসে..... প্রিয়া মাহফুজের দিকে তাকিয়ে আছে.....
আজকে আমরা অঙ্ক করবো তাই না । বাস্তব সংখ্যা মানে real number । পৃথিবীর সব সংখ্যাই হলো বাস্তব সংখ্যা । বাস্তব সংখ্যা কি ?? প্রিয়া তুই কি আমার কথা শুনছিস ??
( প্রিয়ার অন্যমনস্ক ভাবটা কেটে গেলো )
জি ভাইয়া শুনছি l ভাইয়া তুমি আমাকে ১ বছর হল পড়াও তারপরও বুঝতে পারো না কোনটা আমি শুনি আর কোনটা শুনতে পাই না । বা কোনটা শুনতে চাই আর কোনটা শুনতে চাই না । কেন বুঝো না তুমি ...
আমি শুধু এটাই বুঝি যে তোর মত মাথা মোটা স্টুডেন্ট আমি একটাও পাই নাই আমার জীবনে । আমি নিজে কোচিং চালাই তারপরও তোকে সময় দেই । শুধুমাত্র খালা অনুরোধ করছে বলে। তোর মত ছাত্রীকে পড়ানোর কোনো ইচ্ছাই আমার নাই ।
ভাইয়া তুমি যে কি বলো না ।।। (মাহফুজের দিকে তাকিয়ে হেসে )
প্রিয়ার বান্ধবী এসেছে প্রিয়ার বাসায় ।।।
নিতু : দোস্ত তুই তোর কাজিনকে ভালোবাসিস উনাকে বলে দিলেই তো পারিস । এভাবে আর কতদিন, বা ভাইয়াকে বুঝা যে তুই তাকে পছন্দ করিস ।
আর কিভাবে বুঝাবো। ভালবাসা নাকি টের পাওয়া যায়। কাওকে ভালোবাসলে সেটা নাকি চোখে ভেসে উঠে মাহফুজ ভাই কি এটা বুঝতে পারে না। কবে যে বুঝবে সে ।
আমি বলি কি তুই ভাইয়াকে বলেই দে । যা হবে দেখা যাবে । আর না পারলে চিঠিতেও জানাতে পারিস ।
তুই তো জানিস ছোট থেকেই আমার মাহফুজ ভাইকে ভালো লাগে । ছোট বেলায় যখন আমরা জামাই বউ খেলতাম আমি উনার বউ ই হতাম, কাউকে হতেই দিতাম না। এখন বড় হয়েও এটাই ভাবছি । ভাবছি একটা চিঠি লিখেই ফেলবো ....
পর্ব - ৩
প্রিয়ার এনগেজমেন্টের দিন ... বড় পার্টির মত আয়োজন করা হয়েছে । ছেলে পক্ষরা এসেছে সাথে তার কিছু বন্ধু বান্ধব ও এসেছেন ,
(এনগেজমেন্ট হওয়ার পর)
প্রিয়ার পাশে বাবু( সুট টাই পরে ) দাড়িয়ে ধমক দিয়ে বলছে ....
কি একটা জামা পড়েছ তাও আবার এনগেজমেন্টের দিন । Prostritute রাও এর চেয়ে ভালো জামা পরে । আমার বন্ধুরা কি ভাববে যে তুমি একটা গরীব ।
ছি, কি বললেন আপনি এটা। এটা আমার মা গিফট করেছিল আমার জন্মদিনে । আর শোনেন একটু দূরে গিয়ে কথা বলেন, মদের দুর্গন্ধ আসছে আপনার শরীর থেকে ।
খা***কি** বে*** মা**** যা বলছি ঠিক ই বলেছি ।
আপনি ড্রাংক অবস্থায় আছেন আমরা পরে কথা বলি ।।। এই বলে প্রিয়া চলে গেলো ,
পরের দিন সকালে
প্রিয়া আমি sorry বলার জন্য তোমাকে ফোন করেছি ।আসলে কাল বন্ধু বান্ধবের সাথে একটু বেশি হয়ে গেছিলো তাই মাতলামো করেছিলাম । এরকম করাটা উচিত হইনি ।
আচ্ছা এ ব্যাপারে এখন আমি কিছু বলতে চাচ্ছি না । আমরা পরে কথা বলি কেমন । ( ফোনটা কেটে দিল প্রিয়া)
রাত ১০.৩০ টা, প্রিয়া কি করবে ভাবছে
তার আপু চলে যাওয়াতে সে ঘাবরে গেছে। তাই তার আচরনও স্বাভাবিক নেই । সে অনেকটা একাও হয়ে পরেছে । তাই সিদ্ধান্ত নিতে পারছে না ।
মাহফুজের প্রপোজালটা কি তার মেনে নেওয়া উচিত । নাকি নেশা করা বড়োলোক মানুষটার সাথেই সে তার পুরো জিবনটা কাটিয়ে দিবে । টাকাওয়ালা মানুষরা একটু আকটু এরকম করেই । এটা কোন সমস্যা না। কিন্তু তার মাহফুজের কথা খুব মনে পড়ছে ।
রাত ১২.০০। প্রিয়া কিছু মনস্থর করেছে । এবং সে মাহফুজকে একটা কল করল ....
অতপর একটি ফোন কল - A story about love
Read More :তুহিন ও একজন নিপা
Read more : Porkiya ।। Bangla Triangle Love Poem
Valobasar golpo
[ Tags: valobashar golpo , choto golpo , vuter golpo , ekti cinemar golpo , premer golpo, bhuter golpo, soto golpo, arekti premer golpo, story,love story 1970,short story,story writing,completing story,love story bangla,bangla love story,english story,neverending story,tell me a story,i hate love story,story book,sad story,short story in english,love story pic,marriage story,love story,true story,my story,best love story movies,love story lyrics,moral story,short story for kids,love story movie,lockdown ki love story,marriage story ]
0 Comments