Bangla Romantic Kobita
পরকিয়া
রহমান রাব্বি
একটা ঘর প্রতি তলায় ধরে সপ্নের খবর
হৃদয় জানে কি ফুটেছে হৃদয়ের ভিতর
পর্দার পিছনে তুমি তৈরি করো তোমার নগ্ন অন্তর
এই ঘরে মন লাগে, তোমার প্রাণবায়ু জমে ভরে উঠে আমার কলজের প্রান্তর ।।
পর্দার পিছনে হলুদ নর মৌ খায় নারী মৌ এর পুষ্প
রান্না ঘরের ওপাশ থেকে আসে গরম শ্বাসের বাষ্প
ঘন ঘন শ্বাস ধরে নর নারী দুই মৌ
পশমের গোড়া দিয়ে জল বেরোয় দেখে নাকি কেউ
তুমি বুকে লাগাও নৃজন্মের আশ
তোমার বটবৃক্ষের পেটে আমার নতুন বসবাস
Read More :তুহিন ও একজন নিপা (Short Story )
আজ বিকেলের আকাশে রংধনু রং সাতটা
চেনা ঘরের ছাদের বুকে কাটাব পুরো রাতটা
আজ ইচ্ছে করলো জানালার ওপাশ থেকে তোমাকে দেখবো
আমার বিছানায় পরে আছে দুটি আগ্রহ
একটা তুমি অন্যটা তোমার মোহ
আমার চোখের জল খায় আমার ক্ষত
নগ্ন বাতাসে আমার কষ্ট করে বিদ্রোহ
বিশ্বাস ঘাতকিনী তার মীরজাফরের ছুরি
কার বুকে শোয়ার কথা কার বুক করলি চুরি
বিরহ আমার চিরায়ত কণ্ঠস্বর
হৃদয় জানে কি ফুটেছে হৃদয়ের ভিতর ।।।
0 Comments