তোমার আমার মত
রহমান রাব্বি
কাল পরশু বৃষ্টি দেখেছিলাম
অথবা কখনো একসাথে
ভালবাসাটা বোধহয় জলের ফোটায় বাঁচে
বৃষ্টিতে বিরহ নামে তুমি আসো ঘুমে
নিঃশ্বাসে শিশিরের মাধ্যমে ...
জীবন যেন একঘেয়ে
আমরা হাটছি একসাথে বলে
নতুবা কোন মেয়ে
সেতো তুমি নয়
অন্য কোন নামে সুখের অভিনয়
গত শীতে ছিলে একসাথে
বিছানা পেতে
বিরহ বিড়াল দুঃখ চাটে রেতে নতুবা খুশিতে
তবুও হারিয়েছি জলে কখনো অভিমানে
কিছু গোপন কিছু প্রকাশ তোমার আমার মত
ভালোবাসাটা বিরহের নাম নিয়ে বেচে আছে অন্তত
কিন্তু সত্যি তো এটাই
তোমার সাথে মিশে আছি পুরোটাই
আমি জানি তুমি থাকবে ছায়া বা মায়া হয়ে
নিঃশ্বাস নিভে যাবে যন্ত্রনার অনুভবে
মিথ্যা এই পৃথিবীতে আবারও ভিজবো বৃষ্টিতে
যেন দূরবর্তী কোন স্থানে, বেঁচে থাকবে মনের অন্তরালে ।
.................................................
ডিপ্রেশন
রহমান রাব্বি
রহমান রাব্বি
প্রিয় এক্স, প্রথম ডিপ্রেশন
আজকে তোমার নিমন্ত্রণ
শেষ গ্রীষ্মকালে তুমি রাগ করেছিলে
কালো বোরকা কি ঘামে ভিজছিল ?
নাকি চোখের জলে তুমি জলছিলে বলে
আমার জানালায় তোমার আলো ঢুকেনি গত পৌষে
তোমার চুলে গেন্ধা ফুলের সুগন্ধ
আমি ভ্রষ্ট ভুল শরীরী নেশায় হয়েছি অন্ধ
গ্রীষ্ম বর্ষা স্বাভাবিক প্যাটার্ন
পরবর্তী প্যাটার্ন কি ?
ওইটা কি তুমি?
আমার জন্যই এলে
গ্রীষ্মের দুপুরে
টিফিনের সময় খুব স্বাভাবিক মায়া
বর্ষার শেষ পিরিয়ডে তোমার নাকে ঘাম হয়েছিল জমা
অথবা তুমি মায়াবতী সেই
পরবর্তী প্যাটার্নে আজও তুমি নেই
গত পৌষে আমার বোনা গাছে বসেছিল দুই ঘুঘু জোড়
বর্ষণের শেষ রাতে তুমি শরীর থেকে হয়েছ বিজোড়।
শরীরী নেশা ফাও
সব মায়া ছেড়ে হয়ে গেল উধাও
শুধু প্রথম প্রেমের আলোটুকু তুমি নিবে না ও
তুমি প্রথম তুমি অসস্তি মায়াবতী
তোমার দোহাই তুমি চলে যাও ।
........................................................
মিথ্যে ভালোবাসা
রহমান রাব্বি
রহমান রাব্বি
আমি ততটাও খারাপ না ঠিক হয়ে যাই যেমন
করে গোলাপে থাকে কাটার মিশ্রণ
বৃষ্টি আমার চোখ ভিজায় নতুবা তোমার ওরনা
জলের ছাতায় মাথা ঢাকো জল কন্যা
মেয়েটি যেন প্রশংসা প্রিয় ভ্রম
মাথার কেশে আঙ্গুল বিলি কাটে
মিথ্যে প্রশংসা মিথ্যে পরিশ্রম
তবুও চুল তেলে ভিজে আমার স্পর্শ ছিল বলে
আকাশের রোদ ডাকছিল বলে বৃষ্টিরাও গিয়েছিল চলে
তোমার ভিতর আমার শিশুটা কাদে সেই বিকেলে
মেয়েটিও চাচ্ছিল উষ্ণতায় যাক সে গলে
মিথ্যে মোহের স্রোতে
ছেলেটিও যেন মিথ্যে ভালোবাসে মিথ্যে নাটকের মঞ্চে
আমি তত টাও খারাপ না ঠিক হয়ে যাই যেমন
তোমার ওরনা উড়ে লাগে বুকে কেমন
আমার স্বভাব যেন হয়ে যায় ওরনারি মতন
Read More :তুহিন ও একজন নিপা
1 Comments
awsome
ReplyDelete