MY STORY ।। ছোট গল্প ।। টাইম লুপ ।। choto golpo 2021
টাইম লুপ
রহমান রাব্বি
রিয়াজ সকালে ঘুম থেকে উঠে । এবং সে খালি গায়ে ছিল । সে গেঞ্জিটা পরে নিল । তার মাথাটা হাল্কা ব্যথা করছে । গত রাতে কি করেছে কিছু মনে করতে পারছে না । যাই হোক সে উঠে বাথরুমে গেল এবং মুখে পানি দিল । ব্রাশটা হাঁতে নিল । হঠাৎ বাথরুমের দরজার বাইরে কেমন জানি একটা আওয়াজ হল
কে কে ওখানে ?
বলে দরজা খুলল রিয়াজ । এদিক ওদিক তাকাল । কেউ নেই । সে আবার ঘুরে বাথরুমের আয়না দেখছে । হঠাৎ করে একটা কালো মুখ ওয়ালা একজন এসে তার গলাটা কেটে দিল পেছন থেকে । খুলি থেকে রক্ত ছিটে আয়নায় লেগে গেল । মাথাটা কমড এর উপরে পড়ল ।
রিয়াজের চোখ খুলল । সে বিছানায় শুয়া । খালি গায়ে আগের মতই শুয়ে আছে ।
উফফ । বাচা গেল ওটা তাহলে স্বপ্ন ছিল ।
রিয়াজ বেড থেকে উঠে বসল । ঘাড়টার নাড়িয়ে নিজের অস্তিত্ব সিউর হয়ে নিল । তারপর গেঞ্জি টা পরে নিল । গেঞ্জিটাতে একটা লাঠি নিয়ে দাঁড়ানো কালো মুখোশ ধারির ছবি প্রিন্ট করা । তো এবার সে জানালার ধারে গেল । এবং আকাশ দেখছিল । আচমকা একটা কালো ছায়ার মত পেছন থেকে এসে তার গলাটা ছিঁড়ে নিয়ে যায় । সে মারা যায় ।
চোখ মেলে তাকিয়ে দেখে রিয়াজ সে আবার বিছানায় শুয়ে আছে । সে উঠে বসে ।
এসব কি হচ্ছে আমার সাথে । আমি কি স্বপ্ন দেখছি । না সত্যিই মারা যাচ্ছি ।
এবার সে সময় দেখল । বেডের পাশে ঘড়িতে বাজে ৭টা ৩৫ বেজে ৪০ সেকেন্ড । কিন্তু সে গেঞ্জিটা পরে নিল । উঠে দাড়িয়ে হেটে হেটে বাথরুমে গেল এবং সাওয়ার ছেড়ে দিল । আচমকা সেই কালো অবয়ব এসে আবার তার গলাটা মটকে দিল ।
বিছানায় তার চোখ খুলল । এবং ঘড়ির দিকে তাকাল ৭টা বেজে ৩১ মিনিট । তার মানে সে আবার আগের সময়ের ফিরে এসেছে ।
রিয়াজঃ আমাকে সত্যি সত্যি মারা হচ্ছে । এবার বুঝতে পারছি আমি কিছু একটাতে আটকে গেছি । এটার জন্য আমাকেই কিছু করতে হবে ।
রিয়াজ উঠে গেঞ্জিটা পরে নিল । সে সতর্ক হয়ে এদিক ওদিক তাকাল এবং সে বাহিরে যাওয়ার জন্য দরজার সামনে গেল । আকস্মাৎ একটা বিকট মুখধারি হনুমানের মত হাত পা । তার মাথাটা কামড় দিয়ে খেয়ে নিল ।
আবার সে চোখ খুলল । সে বিছানায় । তড়িঘড়ি করে এলাম ঘড়ির দিকে তাকাল ৭ টা বেজে ৩১ মিনিট ।
এর মানে আমি একটা সময় চক্রে ফেঁসে গেছি । আমি মরে আবার জিবিত হয়ে যাচ্ছি । আমি হয়তো কোন অসুভ কোন শক্তির পাল্লায় পড়ে গেছি । এখান থেকে আমাকে বাচতে হবে ।
সে উঠে পরে এবং গেঞ্জিটা গায় দেয় ও খাটের নিচ থেকে একটা লাঠি বের করে । এবার সে লড়বে । সে জানালার কাছে যায় ও নিচের দিকে তাকায় । এবং সে প্রস্তুত থাকে পেছন থেকে আসবে ওই মনস্টার । কারন তার প্রতিবারের মৃত্যুই মনে আছে । সে দাড়িয়ে দাড়িয়ে ভাবছে এসব, আর মনস্টার টা এসে ওর গলাটা মটকে দিবে এমন সময় রিয়াজ ঘুরে দাঁড়ালো এবং মনস্টার কে আঘাত করল কিন্তু কিছুই হল না সে অনেক বেশি শক্তিশালী অকল্পনীয় । সে তার ঘাড়টা মটকে দিল ।
এভাবে সে কয়েকশত বার কয়েকশ ভাবে মারা যায় । এবং তার মৃত্যুর সব ঘটনা মনে ছিল । এবার সে জানে এই ঘরের কোথায় কোথায় তাকে মারা হয়েছে । এবং সে এবার মনস্টার কে মারার চেষ্টা করবে না । তার থেকে বাচার চেষ্টা করবে । এবং সে এ ঘর থেকে পালাবে । বাহিরে যাবে ।
সে উঠে গেঞ্জিটা পরে নিল । এবং সে জানালার পাশে গেল এবং দাড়িয়ে থাকল । হঠাৎ মনস্টার টা এল এবং তার ঘাড়ে হাত দিবে সে সময় সে সরে গিয়ে বাথরুম এ ঢুকে গেল এবং সে জানে বাথরুম এর কোন দিক দিয়ে আসবে মনস্টার । এবং মনস্টার এল সে তাকে এড়িয়ে বেচে দরজার দিকে গেল দৌড়ে । সে পালাবে । অতঃপর দরজাটা খুলে ফেলল । কিন্তু খুলে দেখল সামনে পিপিআই পরা একটা লোক । তাকে গ্যাসের মত একটা ধোয়া ছারলো । রিয়াজ অজ্ঞান হয়ে তার রুমে পরে গেল । এবং মনস্টার এসে তাকে মেরে ফেলল ।
আবার তার বিছানায় চোখ খুলল ...... এভাবে চলতেই থাকল ...
ঘরের বাইরের সিন ......
আসলে এটা একটা ল্যাব দোতলা ল্যাব। পিপিআই পরা লোকটি দরজার বাইরে পাহারা দিচ্ছে । বিজ্ঞানিরা একটি এলিয়েন কে আটক করেছে । এবং এক্সপেরিমেন্ট করছে । এলিয়েনটি যাকে মারে সে এলিয়েন দুনিয়ার ৭ মিনিটের একটা টাইম লুপে ফেঁসে যায় । বিজ্ঞানিরা চাচ্ছে এই এলিয়েন কে কাজে লাগিয়ে টাইম লুপে রহস্য ভেদ করতে । এর মাধ্যমে তারা অমরত্ব লাভ করা উপায় খুজছে .........
সমাপ্ত
0 Comments