love poem  2021 ।। অপরাজিতা ।। আসতে পারছি না ।। bengali poem

love poem  2021 ।। অপরাজিতা ।। আসতে পারছি না ।। bengali poem


অপরাজিতা

রহমান রাব্বি

 প্রেম যা শুরু করেছিল আদি পিতা 

 সেই থেকে তুমি আমার মিত্র অথবা মিতা

তুমি ওগান্তুক অপরাজিতা , তোমার প্রিয় ছিল এটা 

বলে ডাকা যে তুমি একজন অপরাজিতা


তুমি অপরিচিত থেকে পরিচিত হয়ে গেলে কিভাবে

সেটা বলতে গেলে হঠাৎ করে কোন গাড়িতে একজন পুরুষ আর মহিলা সিটে বসে যেভাবে

তুমি বসেছিলে এভাবে আমার পাশে কথা বলছিলে ফোনে কোন অগান্তুকের সাথে

কথায় কথায় ভাড়া বেশি নেয়ায় তোমার সাথে কথা হল কোন এক ব্যাপারে 

এভাবে পরিচিত তোমার সাথে আমাদের বাড়ি যাওয়ার কোন পথের ষ্টেশনে


কিন্তু অবাক ব্যাপার হল তুমি মুখ ঢেকে ছিলে 

বার বার হাতে ফোনটা নাড়ছিলে

এভাবে হঠাৎ করে তোমার ফোনের হোম স্ক্রীনে তোমার হাসি দেয়া ঠোঁটে

চুল খোলা একটা ছবি দেখে ফেললাম নাকি তুমি ইচ্ছে করে দেখিয়েছিলে বলে

অনেকটা ইঙ্গিত মনে করে আমি সিট থেকে যাওয়ার আগে তোমার নাম্বারটা চেয়ে 

বসলাম তুমি এটাই আশা করেছিলে অথবা চমকে গিয়েছিলে

কতটুকু সময় নেওয়ার পর  গরগর করে নাম্বারটা বলে দিলে 

এভাবেই প্রেম গড়ে উঠেছিল তিলে তিলে......


আবার প্রথম কথা হল এক রাতে , অগান্তুক এক আমি তুমি অপরিচিত নারী,

এখনো মনে পরে সিটে বসা তুমি গায়ে তোমার নীল পায়ের শাড়ি

তুমি অনেক কথা বল তুমি বাচাল সদস্যের কেউ একজন বলে 

আমি অভিহিত করেছিলাম , সেদিনে কিছু ভাল লাগা জন্মে ছিল কথার অতলে


এরপর আর কি দুই জন নর আর নারী মোহে পরে প্রেমের পাগলামি

কেউ বলে প্রেম , কেউ বলে ন্যাকামি, আবার যেন স্বভাবের আতলামি

এইতো বেশ ভাল আছি, খুব কাছাকাছি আছি বলে তোমাকে নিয়ে

অনেক দূরে গিয়েছিলাম চলে ...


তোমার দেয়া ফুলের তোরাটা এখনো আছে , কিন্তু তুমি নেই পাশে

এভাবে কেউ ফুলের তোরা দেয়, দিবেই যদি তবে কথা বলে দিতে

তুমি জমে গেছিলে তাই আমিই কথা বলেছিলাম তোমার হাত ধরে

তুমি বলনি আমি জেনেছি তোমার সাথে দেখা হওয়ার পরে 


তেমন কোন আবেগ নেই এই গল্পে , সাদামাটা আমাদের প্রেমে

একদিন না বলে তুমি চলে গেলে , একবার বলতে তুমি কেন পরিবারের কথা শুনতে গেলে

আমি আবেগি  এক বেকার ছেলে , তাই তোমাকে হারিয়েছিলাম অকালে

এখন ঘুম থেকে উঠি সকালে , একটা ছবি দেয়া ওয়াল পেপারে

বলবো না ছবিটি কার , এখন সব আছে আমার

তবুো হতে পারিনি তোমার বলে কোন দাম নেই  এ যোগ্যতার

এখনো চুল ছাড়া একজনের হাসি দেখি বলবনা হাসিটি কার

সব কিছুই জানার কি দরকার, কিছু জিনিস আছে অজানার ......


আয়নায় তুমি তোমাকে দেখো হাসি ছাড়া ঠোঁট তোমার দিগন্তের পারাপার ......


....................................................................................................


আসতে পারছি না



অনেক বাধা তাই আসতে পারছ না, দেখা হলেও কি হত না

তাই বলে একেবারে আমার থেকে দূরে সরেও যাচ্ছ না


আজ রাতে মন খারাপ করে বসে কাটাও আপাতত

তোমার থেকে দূরে থাকাই এটাই সর্বোচ্চ প্রথাগত

সত্য হয়ে যুগে যুগে বিরহ তীর হয়ে বিধছে প্রেমিকের বুকে

ভালবাসা সুখ থেকে থাকে বলে কিছু পরিবর্তিত হয়ে ছুটে

প্রেমিকার দিকে , তাকে কাছে পেলে যেন সব দুঃখ গুচে 

যাবে , যে গুলো জমা করে রেখেছিল প্রেমিক তার বুকে চেপে ধরে

এভাবে প্রেমের সূত্রপাতে প্রেম যুগলরা থাকে একে ওকে জড়িয়ে

ভালবাসা বেচে থাকে দুঃখটাকে সরিয়ে


আমি যাবো তোমার পৃথিবীতে ঘুরে আসতে চাই তোমার হৃদয়ে

সেখানে আমার জন্য তোমার বুকে ভালবাসা জন্মানো বীজে

আমি যাচ্ছি যত্ন নিতে, তোমার আমন্ত্রন রইল আমার পৃথিবীতে

যদি পারো ঘুরে যেও কখনো নিরাশ করব না তোমাকে এই সস্তিতে

তুমি বেচে আছো আমার অস্তিত্তে , ভালবাসার টানাপোরানে 

তুমি থাকবে চিরকাল আমার অন্তরে...


আসো তুমি ফিরে , এবার ই তো শেষ অপেক্ষা তোমার জন্যে

তোমাকে প্রতিটি বার মনে করে করে  মন ঘুরতে যায় গভীর অরণ্যে

তুমি মনে থাকো সেজন্যে , তোমাকে ভেবে চলি আনমনে

যখন ছিল না কেউ আমার পাশে, তুমি আমাকে করেছিলে আপন বলে

তুমিই ছিলে আমার , এখন নেই পাশে আর আসোনা না ফিরে আবার দূর থেকে এসো চলে

তোমার জন্য ভালবাসা  জমিয়ে রেখেছি অন্তরে ......


তোমাকে নিয়ে ঘুরতে যাওয়া আমার অনেক ইচ্ছে

তুমি আসবে ভবিষ্যতে, এই অপেক্ষায় আমি তাকিয়ে আছি দিগন্তে....


ওভাবে নয় এভাবে আমাকে ভাব আপাতত

তুমি সুযোগে ফিরে আসবে জানি, এটাই চিরায়ত......


.......................................................................................

 

কবিতা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ,

ভাল লেগে থাকলে শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন।

Stay With Me For More Updates


[ Tags: love poem, bengali poem,nature poem, rain poem, short poem, keeping quiet poem,poem on love, poem recitation, life poem, poem for best friend, poem, english poem, bangla kobita, kobita, premer kobita, bengali kobita, bangla , www bangla kobita com, kobita bangla, valobasar kobita, bristi kobita, biroher kobita, kobita somogro, koster kobita, bangla romantic sms kobita, bangla love kobita, dukher kobita, sad kobita, bangla kobita somogro, love kobita, bangla dukher kobita, romantic kobita, bangla choto kobita, dukher kobita in bengali, kobita club, sad bengali kobita, bangla valobashar kobita, bangla kobita collection, bangla kobita lyrics, ভালবাসার কবিতা , কবিতা প্রেমের, বৃষ্টি কবিতা, রাতের কবিতা, প্রেমের কবিতা সমগ্র , সুপ্রভাত কবিতা, bangla kobita app, poem meaning, poem on friendship ]