BIROHER KOBITA ।। কবিতা প্রেমের ।। a poem a day
প্রতিদিন মুখে বলছি প্রিয়
রহমান রাব্বি
আবেগ গুলো ছুড়ে ফেলে দিয়েছি মধ্যরাতে, আমাকে খেলনা
ভেবে খেলেছ তুমি আমি বুঝিনি তাই সর্বোচ্চ টুকু দিয়ে তোমাকে ভালবেসেছি
তোমার জন্য হৃদয় তল থেকে ভালবাসা গুলো তুলে এনেছি
তুমি কি আমাকে মনে করে এখনো বসে থাকো বারান্দায়
বই পড়তে পড়তে কখনো কি ভেবেছ আমায়
তুমি চাইলে ভাবতে পারো এর জন্য তোমাকে কেউ শাসন করবে না
কারন মনের ভিতর কি চলে কেউ জানেনা......
বিধাতার বিধানে তিনি আমাদের একসাথে লেখেনি অথবা
বলা হয়ে থাকে যার জন্য যাকে সৃষ্টি করা হয় সে কোন না
কোন ভাবে আপন হয়েই যায় , তাহলে আমাদের হচ্ছে না
কেন ? কারন তুমি সৃতি ময় মায়া , তোমার কাছে যাওয়া যাবে না
দূর থেকেই তোমাকে ভালবাসতে হবে, আমার জন্য যদি কেউ থেকেই থাকে
তবে ভালবাসি কেন তোমাকে ,
এটা কি কোন ভাগ্য নাকি দুর্ভাগ্য হিসেবে বিবেচিত
করে নিব আমি , তোমাকে ভালবেসে মনে করা আর বিয়ে করা অপরিচিত
কেউ, যাকে প্রতিদিন মুখে বলছি প্রিয় ,
কিন্তু মনে বেচে আছো তুমি এইটুকু জেনে নিও
অহেতুক তোমাকে ভালবেসে ফেললাম , এটার কোন মূল্য নেই তোমার কাছে
এটা জেনেও ভালবাসছি তোমাকে , যদি পাওয়া যেত পাশে তোমাকে
তবে জীবনটা পরিপূর্ণ বলে চালিয়ে নেয়া যেত
পরিপূর্ণ কথাটা আর বলতে পারবো না যার কাছে থাকি সেত
তুমি নয় , তাই তাকে মনে করে তোমাকে ভুলে যেতে হয়
ভুলে যেতে হয় ? নাহ, করি ভুলে থাকার অভিনয়
তুমি প্রেমময় কোন মায়া আমার অপরাধ তোমাকে ভালবাসা
তোমার জন্য বলছি একটা কথা, এত ছিল এক তরফা
তুমি তো আমার জন্য কিছু লিখলেনা , আমরা তো ভালবেসেছি তাই না
তবে আমি কেন করছি প্রকাশ এত অনুভুতি
মরে গেছে কি তোমার অনুভুতি , তবে কিছু করছ না কেন তুমি
নাকি তুমি ভুল ভেবে ভুলে গেছো আমাকে
নিজের সুখটা খুঁজে নিলে অন্য কারো বুকে
তুমি কিছু না বললে তো আমি এটাই বলবো
এছাড়া আমি আর কি করব
আমি প্রেম করছি এক তরফা অথবা
তুমি বিরহ বলতে গিয়েও বলছ না ............
..............................................................................................
এ পৃথিবীতে আমি একা নই
আমি ভাগ্যের উপরে ছেড়েছি তোমাকে অতঃপর
আমি তোমার জন্য হয়েছি কিছুটা স্বার্থপর
আমি নিজের খুশিটা ভাবছি , কিছুটা নিরবে কাদছি
এই ভেবে, যে তুমি আসবে না বলেও তোমাকে ভালবাসছি
এটা করা আমার মোটেও উচিত নয় কারন
আমি অন্য কারো হয়ে গেছি তাই আমার জন্য তোমাকে ভালবাসা বারন
তারপরও একটা প্রশ্ন মনের অগচরে চলে
তুমি আমাকে কেন ভালবাসতে গেলে
আমি একটা ছেলে তবুও প্রেমের জালে বেধে গেছি তোমার শিকলে
তুমি আমার হবে না তাহলে কেন মায়ায় জড়ালে?
আমাদের নাকি আবেগ পুষে রাখতে নেই ,
আমাদের তো সংগ্রাম করে বাচতে হয় কোন কিছুতেই
মন লাগানো যাবে না , জিবিকার জন্য আমরা শহরে ছুটে বেড়াই
এত আবেগ আর তোমাকে নিয়ে ভাবার সময় কোথায়
তারপরও আমি যখন একা থাকি তোমাকে মনে করি
তুমি রাগ করে চলে গিয়েছিলে তোমাকে বলতে না পারা সরি
এখনো আমি মনে মনে বলি ,
চলো না সব ভুলে গিয়ে আমরা আবার একসাথে চলি
হবে না জানি, তুমি আর আমার নেই তোমাকে হারিয়েছি তোমার বিয়েতেই
আমি আবার নতুন করে প্রেমে পড়েছি এ শীতেই
তার সাথে দেখা , প্রেম ছাড়া যায় না তো থাকা একা,
প্রেমে পড়েছি সত্যি, ভালবাসতে পারলাম না বলে নিজেকে দুঃখিত মনে হচ্ছে
তোমাকে হৃদয়ে পালি , আর অন্য কাউকে কাছে টানি,
এটা কি হচ্ছে? তোমার শূন্যতা এখনো কষ্ট দিচ্ছে.....
আমার মনে হয় এ পৃথিবীতে আমি একা নই
আছে আরও অনেকেই ..........
যারা তার ভালবাসাকে পায়নি
তবুও কারো সাথে জীবন কাটাচ্ছে , তারপরও শান্ত হয়নি
মন, এখনো যাকে ভালবাসে তাকে মনে করে মন
করে নিজের বিবর্তন অহেতুক অবচেতন
তোমার সাথে দেখা স্বপ্ন গুলো এখন পুরন করে অন্য কারো মন,
অগান্তুককে করেছি আপন, তুমি আমার চোখে দেখা স্বপন
তো তুমি ভাল থাকবে এখন
সে তোমার খেয়াল রাখবে তুমি মানুষটাই এমন
চেয়েছিলাম পালিয়ে যেতে অনেক আগে কিছুটা স্বার্থপর হতে, মনবতার তাগিদে
পারলাম না যেতে স্রোতের বিপরীতে....................
.............................................................................
1 Comments
কিছুটা স্বার্থপর হতে, মনবতার তাগিদে
ReplyDeleteপারলাম না যেতে স্রোতের বিপরীতে.................... speechless