BANGLA SHOTO KOBITA ।। কবিতা প্রেমের ।। dukher kobita in bengali



BANGLA SHOTO KOBITA ।। কবিতা প্রেমের ।। dukher kobita in bengali


চিঠি পড়ছ না বলে

রহমান রাব্বি


অহেতুক তোমাকে ভেবে আমার মনে সন্ধ্যা নেমেছে
তোমার চলে যাওয়া আমাকে বদলে  দিয়েছে 
ইচ্ছের সপ্ন গুলো মুছে গেছে সেই অনেক আগে
ভালবাসা গুলো বেচে আছে মরে যাওয়া আবেগের নামে
তোমার কি তাতে , তুমি হয়তো কিছু কষ্ট পাও 
বেশি আমাকে দাও, তোমার দুঃখ গুলো এসে নিয়ে যাও
বিশাদের দুপুরে কাটে বিরহে, প্রাণহীন হয়ে গেছে তারা ভরা রাত
খুব ভোর পর্যন্ত জেগে থাকা তোমাকে ভালবাসার অপরাধ
তোমার আমার দূরত্ব এখনো সর্বোচ্চ কোন দূরের পথ
তোমাকে ভুলে যাওয়া যাবে না এ আমার চিরকালের শপথ
ধারনা করা হয় আইনস্টাইনের এক সুত্রের অবদানে অনেক সুত্র এসেছে পৃথিবীতে
তুমি আমার একমাত্র সূত্র বলে আসে হাজার কবিতা তোমাকে নিয়ে আমার আবৃত্ততে 
সত্যি বলতে মনে হয় কি জানো তুমি বোধয় কবিতার খনি
তোমার জন্যই এত লেখা আমার, তুমি বুঝনি কিন্তু  আমিতো এমনি
সবি ছেড়ে দিলাম কিন্তু লেখাটা ছাড়তে পারিনি, কি করতে এ অভ্যাস পরিবর্তন হলে ?
তবে শুধু তফাৎ এটাই আগে চিঠি লিখতাম তুমি পড়বে বলে , 
                           এখন কবিতা লিখি তুমি চিঠি পড়ছ না বলে
তোমাকে যদি বৃত্ত হিসেবে বিবেচনা করা যায়, নাকি তোমাকে শূন্য বলে ডাকব 
তবে আমি আমাকে শূন্য অথবা বৃত্তের রেখা হিসেবে নিজেকে ধরে নিব
তোমার সাথে সম্পর্কটাই আমার ওতপ্রোত ভাবে জরিত
তুমি মিঠা কোন মিষ্টি আমি পিঁপড়ার মত তোমার চারিদিকে আবৃত
তুমি আমাকে বলেছিলে সেই বিকেলে, নামতে থাকা কোন সন্ধ্যার সময় কাল
ভালবাসা তোমার অবগাহনের মত, সমুদ্রের ন্যায় গভীর পাতাল 

তারপরেও তোমাকে অকালে হারাতে হল বলে দুঃখ পুষি হৃদয়ের অতলে
কাউকে বলতে পারিনি তোমাকে এখনো হৃদয়ে রাখি, খুব যতনে
তোমার সৃতি গুলো পালি যেন ব্যথা না পায় ওরা
আমার শুভাকাঙ্ক্ষীরা জানতো তোমার কথা, তাকে অনেক মনে করছি যাও গিয়ে বলবে কি তোমরা


যাকগে তুমি ভাল থেকো , জানি না কেন
যারা ভালবাসে তারা তার কছের মানুষকে এটাই বলে
দেখে দেখে এ কথাটা আমার গেথে গেছে অন্তরে


...............................................................................


হারিয়ে যেতাম কোন রাতে


আমাকে ভুলে যেও আপাতত মনে করে কোন লাভ নেই,
প্রেমিক ছাড়াও বেচে আছে অনেক মানুষ এ পৃথিবীতেই

আমি অনেক ব্যস্ত এই শহরে, নিজের জীবন কিনি সময়ের বিনিময়ে
প্রেমও পালতে হয় বলে তোমাকে দেখতে যেতাম কোন কফির দোকানে 
আসলে সময় আছে বলে তোমাকেও পেয়ে যেতাম বৃথা পরিশ্রমে
এ সময় আমার ক্যালকুলেটিভ , গানিতিক অভিধানে
কেউ বলে সাপ্তাহিক কেউ বলে অবসর সময়ে
কাটানো কিছু ক্ষণ, তোমার কাছে আমার আবেদন
এটা ভালবাসা ছিল যদিও এখন অনেক কিছুই হয়ে গেছে পরিবর্তন
সবি যদি শূন্যতা হয় তবে কাছে আসার সময়টা কখন
ছিল তখন, যখন পাশে ছিলে তুমি ও তোমার আবর্তন
সময় গুনিনি তখন তুমি পাশে ছিলে তাই টের পাইনি
কখনো কোথাও তোমাকে ছাড়া ঘুরতে যাইনি
বলে এখনো তোমাকে ছাড়া কোথাও ঘুরতে গেলে 

তোমাকে মনে করে দিন কেটে যায় শেষে তোমাকে আবার পেলে
যেতাম সূর্যস্নানে, আর ফিরতাম না হারিয়ে যেতাম কোন রাতে
তোমার বিয়ে হয়ে গেল তবে ভুলে যেতে পারছি না তোমাকে
এটা কি আমার ভুল নাকি প্রকৃতির টানে , ভুলে যেতে নেই প্রেমের সংবিধানে
আচ্ছা সংবিধান মেনে নিলাম, তোমাকে মনে করলাম আবারও

যদি মনে পরে তবে কখনো খোজ নিও.....
ভাল থেকে আবারও ও প্রিয়......


...................................................................................

 
আমাদের বিদায় বেলা


ভালবাসব তোকে আমি ভাবনার জল হয়ে ছলাৎছল
হৃদয়ের মাঝে জড়িয়ে নিব সপ্নের শতদল
কাছাকাছি আছি বলে সাক্ষী ভালবাসার এই স্বপন
তোর হৃদয়ের হৃদয় মাঝে আমার মনের দখল

হালকা হালকা রোদে জমে একটুখানি মেঘ
তোর ভিতরে বৃষ্টি ঝরে সিক্ত সে আবেগ 
তবুও তোর হৃদয়ের উঠোন জুড়ে আমায় বসতে দিস
আরে ভালবেসে মিষ্টি জলে আমায় খুঁজে নিস

গল্প গল্প করে ছুঁতে চায় স্বল্প একটু ভালবাসা 
তোর কথার রেশেতেই জাগে মনে ভালবাসা
চোখের মাঝে খুঁজে চলে তোর ওই হাসি মুখের আনাগোনা
ইচ্ছে করেই লুকায় এ মন, কাছে আসার এই বাসনা

ভালোবেসে ভালবাসায় একটু হাসিমুখ 
তোর ছোয়াতেই ভুলে যাই সাথে সাথে মনের যত দুঃখ
ভাল লাগে তোর মুখে ওই লজ্জা বোকা কথা 
এমনি করে হাসিমুখে থেকে যেও যখন থাকবে আমাদের বিদায় বেলা 


................................................................................. 


[ Tags: love poem, bengali poem,nature poem, rain poem, short poem, keeping quiet poem,poem on love, poem recitation, life poem, poem for best friend, poem, english poem, bangla kobita, kobita, premer kobita, bengali kobita, bangla , www bangla kobita com, kobita bangla, valobasar kobita, bristi kobita, biroher kobita, kobita somogro, koster kobita, bangla romantic sms kobita, bangla love kobita, dukher kobita, sad kobita, bangla kobita somogro, love kobita, bangla dukher kobita, romantic kobita, bangla choto kobita, dukher kobita in bengali, kobita club, sad bengali kobita, bangla valobashar kobita, bangla kobita collection, bangla kobita lyrics, ভালবাসার কবিতা , কবিতা প্রেমের, বৃষ্টি কবিতা, রাতের কবিতা, প্রেমের কবিতা সমগ্র , সুপ্রভাত কবিতা, bangla kobita app ]