BANGLA LOVE KOBITA ।। ভালবাসার কবিতা ।। bangla choto kobita
চোখে প্রেম বেশি না গলায়
রহমান রাব্বি
তোমার হাসিতে লাগে বুকে আরাম, কণ্ঠে তোমার জাদুর সামান
আমার রাতের ঘুম হচ্ছে হারাম, বিশ্বাস করো এসব হল তোমার ব্যারাম
তোমার জন্য হৃদয়ের অবিরাম প্রেম করছে থৈ থৈ
তোমার চোখে লুকানো কত বিরহের খই
আমি যাবো কই, তোমার অবাক স্নিগ্ধ জলে চোখের নিচ কালো
তুমি বালিশটা সামলে ধরো রাতে ঢাকো তোমার দুঃখ গুলো
শুধু তোমার কণ্ঠস্বর শুনে শুনে মনে উঠেছে ঝড়
তোমার প্রেমে পড়েছি অতঃপর
তোমার কন্ঠের তুলনা তুমি নিজেই
কি আর প্রশংসা করবো আমি এই
এতো সুরেলা কন্ঠ কোথায় পেলে মেয়ে
তোমার নামেই তো প্রশংসা আছে লুকিয়ে ।
আমি হয়ে গিয়েছি একেবারেই মন-মুগ্ধ
এ কবিতা তোমার সুরের জন্য করছি উৎসর্গ
আমি আছি তোমার গানে কান পেতে
তোমার গান শুনে চলে যেতে হয় অন্য পৃথিবীতে
অনেক দূর হতে চাঁদের আলো মুঠোয় ভরে তোমাকে দেখতে এলাম
চাঁদের আলোয় তোমাকে দেখব ভেবেছিলাম
অতঃপর আমি তোমার অথবা গানটার প্রেমে পরে গেলাম
তোমার কন্ঠে জাদু মাখা, রাতটা আরো স্বপ্নীল হয়ে গেলো
এ কেমন ভালবাসা হৃদয়ে এলো , তোমার চেহারার প্রেমে পরবো
নাকি তোমার কণ্ঠে মায়া আরও বড় তাহলে এবার নীল পাহাড়ে চলো
তুমি প্রেমের যোগ্য , তোমার জন্য আমার রাতের ঘুম অগোছালো
তোমাকে ভালোবেসে অসভ্য হতে চেয়েছিলাম
কিন্তু তোমার কণ্ঠের প্রেমে যেন শীতল হয়ে গেলাম
এখন তুমি পর , তুমি দূরে কেন ? তোমার ছন্দ বিমর প্রভাব যেন
আমার হল ছোট আকাশ গুচ্ছ মেঘলা বাতাস এসব জেনেও আসবে কি আবারও ?
আমার কথা নির্দোষ তোমার চোখে বৃষ্টির ঢল
তোমার শূন্যতা রোদ বেড়ায়ে বিরহ ঝরছে অনর্গল
আক্ষেপ থেকে যায় হয়তো কোনো দিনও সামনে থেকে তোমাকে দেখা হবে না
গানও শোনা হয়ে উঠবে না অথবা , হৃদয়ে পরে থাকবে শূন্যতা
ভাবছি যার কাছে আছো সেকি তোমাকে দেখে রাত কাটায় ,
নাকি আমার মত দ্বিধায় থেকে যায় , তোমার চোখে প্রেম বেশি না গলায়......
..................................................................
ছিল না যথাযথ
তুমি চাইতে পারতে সময় , হয়তো ছিল না যথাযথ
অভিমান ভুলে যেয়ে থেকে যাও আপাতত
তুমি কাঁদছ কেন রাতে আমি আসবো খুব সকালে
তুমি হৃদয় ভরে আমার দিকে তাকালে
সব দুঃখ গুচে যাবে যা ছিল তোমার বালিশের আবডালে
আমি ভুল ভেবে তোমার ছোট বিষয় গুলো এড়িয়ে গেছি
তুমি অভিমান করে কিছু বলনি শুধু ভালবাসাটুকু পেয়েছি
তোমার প্রেমে হাজার ভুল মাথা নত
তোমার জন্য মনে হাহাকার চলছে অবিরত
তুমি অপেক্ষাকৃত স্মৃতিময় আকাশের তারা
আমি তোমার জন্য সুর তুলে বাজাবো একতারা
তোমার চুল পেঁচানো খোপায় অনুভুতি অবিরাম
তোমার ঠোঁটে লাল রং একে দিব , তোমার কপালের টিপ আমার হৃদয়ের আরাম
তুমি প্রেম , তুমি বিরহ তুমি আকাশের তারা গুচ্ছ
আমার ছোট আকাশে তোমার প্রেম সর্বোচ্চ
তোমার চোখে যথাযথ মায়া ,
তোমার হৃদয়ে পরছে ছায়া
তোমার বুকে স্বপ্ন হাজারো
তোমাকে নিয়ে যাবো প্রেমের দেশে আবারও
তুমি আছো তুমি নেই, মনে পরে তোমায় দূরে গেলেই
তুমি কষ্ট পাও অল্পতেই , তুমি জানো তোমাকে ভোলা যাবে না কিছুতেই
...........................................................................
[ Tags: the patroit poem, love poem, bengali poem,nature poem, rain poem, short poem, keeping quiet poem, poem on love, poem recitation, life poem, poem for best friend, poem, english poem, bangla kobita, kobita, premer kobita, bengali kobita, bangla , www bangla kobita com, kobita bangla, valobasar kobita, bristi kobita, biroher kobita, kobita somogro, koster kobita, bangla romantic sms kobita, bangla love kobita, dukher kobita, sad kobita, bangla kobita somogro, love kobita, bangla dukher kobita, romantic kobita, bangla choto kobita, dukher kobita in bengali, kobita club, sad bengali kobita, bangla valobashar kobita, bangla kobita collection, bangla kobita lyrics, ভালবাসার কবিতা , কবিতা প্রেমের, বৃষ্টি কবিতা, রাতের কবিতা, প্রেমের কবিতা সমগ্র , সুপ্রভাত কবিতা, bangla kobita app, poem meaning, poem on friendship, poem meaning , the patroit poem]
1 Comments
osasharon
ReplyDelete